Ajker Patrika

খালা শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
খালা শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় খালা শাশুড়িকে হত্যা দায়ে রবিউল ইসলাম (৪৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বেলাল হোসেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ীয়া গ্রামের দক্ষিণ পাড়ার আজিজুল মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালের ৬ এপ্রিল রবিউল ইসলাম তার খালা শাশুড়ি শাহিদা বেগমকে নিজ বাড়িতে ডেকে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, মুখে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত শাহিদা বেগমের ভাই আব্দুল মতিন বাদী হয়ে রবিউল ইসলামকে আসামি করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৪ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক তোবারক আলী। এই মামলাটিতে ১৩ জনের মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত