Ajker Patrika

চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯: ০৭
চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যার দায়ে যুবক মুকুল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আসান আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধে পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে নিজ বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মুকুল। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং মুকুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত জবেদা খাতুনের ভাই আলাউদ্দীন বাদী হয়ে ভাগনে মুকুলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তদন্ত শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছেলে মুকুলকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল বাসার বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত