চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যার দায়ে যুবক মুকুল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আসান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধে পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে নিজ বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মুকুল। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং মুকুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত জবেদা খাতুনের ভাই আলাউদ্দীন বাদী হয়ে ভাগনে মুকুলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তদন্ত শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছেলে মুকুলকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল বাসার বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক।
চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যার দায়ে যুবক মুকুল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আসান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধে পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে নিজ বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মুকুল। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং মুকুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত জবেদা খাতুনের ভাই আলাউদ্দীন বাদী হয়ে ভাগনে মুকুলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তদন্ত শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছেলে মুকুলকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল বাসার বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
৪ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
৪ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৫ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
৫ ঘণ্টা আগে