মাদক সেবনের সময় গ্রেপ্তার ৭
কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের সময় ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোড়গাছ পুরোনো বাজার সংলগ্ন হোসেন আলীর ভাতের দোকানে মাদক সেবনের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা সেবনের কলকি, ১০০ গ্রাম গাঁজা ও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।