Ajker Patrika

মাদক সেবনের সময় গ্রেপ্তার ৭

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৪০
মাদক সেবনের সময় গ্রেপ্তার ৭

কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের সময় ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোড়গাছ পুরোনো বাজার সংলগ্ন হোসেন আলীর ভাতের দোকানে মাদক সেবনের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা সেবনের কলকি, ১০০ গ্রাম গাঁজা ও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনায়ারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় সাবেক রমনা ইউপির চেয়ারম্যান নুরে ই এলাহী তুহিন ও আব্দুর রাজ্জাক নামে একজন পালিয় গেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রমনা মডেল ইউনিয়নের মিস্ত্রি পাড়া এলাকার মো. সোহেল রানা, জোড়গাছ নতুন বালাজান এলাকার মোখলেছুর রহমান, মুদাফৎ থানা বেলের ভিটা এলাকার বদরুল আলম, আশরুফুল ইসলাম, খড়খড়িয়া ভট্টপাড়া এলাকার মো. চাঁন মিয়া (৪০), জোড়গাছ মন্ডলপাড়া এলাকার মো. ফারুক মিয়া ও পশ্চিম খড়খড়িয়া এলাকার মো. হোসেন আলী।

ওসি আনায়ারুল বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত