রাজা চার্লসের পর কেট মিডলটনেরও ক্যানসার ধরা পড়ল
প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ওরফে ক্যাথেরিন ক্যানসার আক্রান্ত হয়েছেন। প্রাথমিক পর্যায়েই ক্যানসার ধরা পড়েছে। এরই মধ্যে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ক্যাথরিন বলেছেন, অবিশ্বাস্য কঠিন কয়েকটি মাস পার করার পর এটি তাঁর কাছে ছিল একটি ‘বিশাল ধাক্কা’।