নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছায়। তিনি আবেদনটি পড়েছেন। এরপর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।
সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। পরে তাঁর মুক্তির মেয়াদ আট দফা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানে বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছায়। তিনি আবেদনটি পড়েছেন। এরপর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।
সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। পরে তাঁর মুক্তির মেয়াদ আট দফা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানে বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শ্রমিক সংগঠন গঠনের লক্ষ্যে গত ২৩ মার্চ যাত্রা শুরু করে এনসিপির শ্রমিক উইং। এই উইংয়ের দায়িত্ব ছিল সারা দেশের শ্রমিকদের সংঘবদ্ধ করা। উইংয়ের প্রধান সমন্বয়কারী ছিলেন মাজহারুল ইসলাম ফকির।
২৬ মিনিট আগেজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় এই কথা জানানো হয়। ওই বার্তায় বলা হয়, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না।
১ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শতাধিক প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতিগত কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইনস্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে
১৩ ঘণ্টা আগেসংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ ও সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিল
১৪ ঘণ্টা আগে