নতুন সিনেমায় রাজীব আশরাফের গান
কবি, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি রাজীব আশরাফ অকালপ্রয়াত হন গত ১ সেপ্টেম্বর। অর্ণবের গাওয়া ‘হোক কলরব’ গানের গীতিকার হিসেবে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘বোকা চাঁদ’সহ অনেক জনপ্রিয় গান লিখেছেন রাজীব আশরাফ। মৃত্যুর পর তাঁর লেখা অপ্রকাশিত গান ‘আগাছার