Ajker Patrika

নতুন সিনেমায় রাজীব আশরাফের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১: ০৪
Thumbnail image

কবি, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি রাজীব আশরাফ অকালপ্রয়াত হন গত ১ সেপ্টেম্বর। অর্ণবের গাওয়া ‘হোক কলরব’ গানের গীতিকার হিসেবে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘বোকা চাঁদ’সহ অনেক জনপ্রিয় গান লিখেছেন রাজীব আশরাফ। মৃত্যুর পর তাঁর লেখা অপ্রকাশিত গান ‘আগাছার ফুল’ প্রকাশ পাচ্ছে। রহিমা আফরোজ মুন্নি পরিচালিত ‘মুক্ত কারাগার’ সিনেমায় ব্যবহৃত হবে গানটি।

রাজীব আশরাফ। ছবি সংগৃহীতমুক্ত কারাগার সিনেমার নির্বাহী প্রযোজক মাহমুদ দিদার জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই গানের রেকর্ডিং হবে। মুইজ মাহফুজের সুরে আগাছার ফুল গানটিতে কণ্ঠ দেবেন আহমেদ হাসান সানি। সিনেমাটির কাহিনিকার ও নির্মাতা মুন্নি জানান, প্রায় চার বছর আগে মুক্ত কারাগারের প্রস্তুতি পর্যায়ে এ সিনেমার জন্য তিনটি গান দিয়েছিলেন রাজীব আশরাফ। সেখান থেকে আগাছার ফুল গানটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে মুক্ত কারাগারের শুটিং শেষ হয়েছে। সম্পাদনার কাজও শেষ পর্যায়ে। পরিকল্পনা রয়েছে আগামী পয়লা ফাল্গুনে সিনেমাটি মুক্তি দেওয়ার।

আহমেদ হাসান সানি। ছবি সংগৃহীতমুক্ত কারাগার সিনেমাটি তৈরি হয়েছে নূর নামের এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে। নানা সামাজিক বাধা পেরিয়ে চরিত্রটি একসময় তার স্বাধীন গন্তব্য খুঁজে পায়। নির্মাতা বলেন, ‘নূর চরিত্রটি মধ্যবিত্ত ধার্মিক পরিবার থেকে আসা। প্রেম ও বৈবাহিক সম্পর্কে সে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়। একটা পর্যায়ে সে সবকিছু থেকে বেরিয়ে আসে। এ গল্পে স্বাধীনভাবে থাকার ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।’ নূর চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা মুন্নি নিজেই। অভিনয়ে আরও আছেন নাফিজ আহমেদ, তুহিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত