স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।
স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।
পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ ঘণ্টা আগে‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫’। ১৯ অক্টোবর রোববার স্থানীয় সময় বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব। অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। উদ্বোধন করবেন বাউল শফি মণ্ডল।
২ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে