২৬ দফা দাবিতে চবি শিক্ষক সমিতির আবারও আলটিমেটাম
অডিও কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে মামলা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনসহ ২৬ দাবিতে উপাচার্যকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।