Ajker Patrika

চবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২: ০২
Thumbnail image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিভাগ কর্তৃপক্ষ।

গত ৬ ডিসেম্বর অর্থনীতি বিভাগের অফিসরুমে এ ঘটনা ঘটে বলে বিভাগের সভাপতিকে লিখিতভাবে জানান দুই ছাত্রী। গত ১০ ডিসেম্বর বিভাগ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করতে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে। অভিযুক্ত কর্মকর্তার নাম মু. ছলিমুল্লাহ আনচারী। তিনি অর্থনীতি বিভাগে সেকশন অফিসার হিসেবে কর্মরত।

লিখিত অভিযোগে ছাত্রীরা বলেন, বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রী গত ৬ ডিসেম্বর সোয়া ১টার দিকে ক্লাস শেষ হওয়ার পর বিভাগের ফিল্টারে পানি না থাকায় পানির খোঁজে অফিসরুমে যান। এ সময় বিভাগের কর্মচারী ছলিমুল্লা তাঁকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এই কাজ তিনি আগেও বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রীর সঙ্গে ঘটানোর চেষ্টা করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মু. ছলিমুল্লাহ আনচারী আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানোর জন্যই এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।’

এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীদের একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তাঁকে সাময়িক বরখাস্ত করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত