ব্যবস্থাপত্র টানাটানিতে বিব্রত রোগীর গোপনীয়তা লঙ্ঘন
চট্টগ্রামের ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টারে ষাটোর্ধ্ব নাসিমা বেগমকে চিকিৎসক দেখিয়ে বের হচ্ছিলেন ছেলে হাসনাত। এক হাতে মাকে ধরেছেন, আরেক হাতে ব্যবস্থাপত্র। বের হওয়ার মুখেই ওষুধ কোম্পানির তিন বিক্রয় প্রতিনিধি তাঁদের ঘিরে ধরে। ‘দেখি’ বলেই একজন ব্যবস্থাপত্রের ছবি তুলে নিলেন, অন্যরা দেখে নিলেন ওষুধের তালিকা