Ajker Patrika

ধর্ষণ মামলার আসামির বিয়ের শর্তে জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৪: ২৩
ধর্ষণ মামলার আসামির বিয়ের শর্তে জামিন

চট্টগ্রামে বিয়ের শর্তে ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত ওই যুবককে জামিন দেন। এর আগে দুই পক্ষের মধ্যস্থতায় আসামি ওই যুবকের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর বিয়ে সম্পন্ন হয়।

আসামি মো. সাকিবের বাড়ি বাঁশখালী এলাকায়।

গত ১৩ এপ্রিল এক নারী বাদী হয়ে বাঁশখালী থানায় সাকিবসহ তিনজন ও অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সাকিবের (২২) মা কমরু বেগম ও বাবা ছৈয়দ নুর (৫০)।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ১১ এপ্রিল তাঁর দশম শ্রেণি পড়ুয়া (১৬) মেয়েকে আসামি সাকিব ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। ওই মামলায় ১৩ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকে আসামি সাকিব কারাগারে রয়েছেন।

আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি সাকিব রোববার আদালতে জামিন আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত