নৃশংসতার শিকার শিশুরা
আয়াত, বর্ষা, সুরমা ও ওয়ালিদ কারোই বুঝ হওয়ার মতো বয়স হয়নি। বাবা-মায়ের কোলে হেসে খেলে বড় হচ্ছিল তারা। কিন্তু তারা আজ কেউ বেঁচে নেই। এতটুকু বয়সে তারা সবাই বর্বর হত্যাকাণ্ডের শিকার। কাউকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, কাউকে ধারালো ছুরি দিয়ে কেটে টুকরো করা হয়েছে।