Ajker Patrika

ওসিকে কনুই দিয়ে ধাক্কা, শিক্ষা উপমন্ত্রীর দেহরক্ষী ক্লোজড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০: ৩৫
ওসিকে কনুই দিয়ে ধাক্কা, শিক্ষা উপমন্ত্রীর দেহরক্ষী ক্লোজড 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ মঙ্গলবার এক আদেশে সন্তুকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একই দিন পৃথক আদেশে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে। 

সন্তু শীল প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী। 

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সিএমপি উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ জানান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ আজ জারি হয়েছে। এ বিষয়ে সন্তু শীলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নিজ সংসদীয় আসনে ঈদসামগ্রী বিতরণ করার সময় গত ২০ এপ্রিল দুপুরে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এরপর থানায় জিডি করেন ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। 

থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। শুরু হয় নানা আলোচনা। এই পরিস্থিতিতে আজ সিএমপি কর্তৃপক্ষের তরফ থেকে সন্তু শীলকে প্রত্যাহার ও তদন্তের নির্দেশ এল। 

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত