নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার এক আদেশে সন্তুকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একই দিন পৃথক আদেশে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে।
সন্তু শীল প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিএমপি উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ জানান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ আজ জারি হয়েছে। এ বিষয়ে সন্তু শীলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নিজ সংসদীয় আসনে ঈদসামগ্রী বিতরণ করার সময় গত ২০ এপ্রিল দুপুরে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এরপর থানায় জিডি করেন ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।
থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। শুরু হয় নানা আলোচনা। এই পরিস্থিতিতে আজ সিএমপি কর্তৃপক্ষের তরফ থেকে সন্তু শীলকে প্রত্যাহার ও তদন্তের নির্দেশ এল।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার এক আদেশে সন্তুকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একই দিন পৃথক আদেশে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে।
সন্তু শীল প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিএমপি উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ জানান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ আজ জারি হয়েছে। এ বিষয়ে সন্তু শীলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নিজ সংসদীয় আসনে ঈদসামগ্রী বিতরণ করার সময় গত ২০ এপ্রিল দুপুরে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এরপর থানায় জিডি করেন ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।
থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। শুরু হয় নানা আলোচনা। এই পরিস্থিতিতে আজ সিএমপি কর্তৃপক্ষের তরফ থেকে সন্তু শীলকে প্রত্যাহার ও তদন্তের নির্দেশ এল।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫