Ajker Patrika

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদক মামলায় আবুল হোসেন (৩৭) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানামূলে পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

মামলার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ জানুয়ারি কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে আবুল হোসেনকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার এসআই সন্তোষ বড়ুয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ২৯ অক্টোবর একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত