সাত দিনেও নামেনি পানি
বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে যাওয়ার সাত দিন পরও পানি নামেনি অনেক এলাকা থেকে। নগরীর পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়াসহ অধিকাংশ নিচু এলাকায় এখনো গোড়ালি থেকে হাঁটুপানি। এতে সপ্তাহ ধরে চরম দুর্ভোগে রয়েছে ওইসব এলাকার বাসিন্দা। সড়কে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই যাতায়াত কর