Ajker Patrika

গেটম্যান ঘুমে, ট্রেন-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

মিরসরাই প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৩: ৪৭
গেটম্যান ঘুমে, ট্রেন-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

মিরসরাইয়ের বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত দেড়টায় ঢাকামুখী লেনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালুভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় গেটম্যান মো. আনোয়ার হোসেন তাঁর রুমে ঘুমাচ্ছিলেন। তাঁর অবহেলায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. মোরছালিন (১৯)। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের আন্দারমানিক এলাকার শামসুল আলমের ছেলে। আহত হয়েছেন ট্রাকের চালক শাহ আলম (৪০)। তিন লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাঞ্চনগর গ্রামের সুজা মিয়ার ছেলে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, গতকাল বুধবার রাত দেড়টায় বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী লাইনে মহানগর তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে করেরহাট থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার সময় চালকের সহকারী মোরছালিন মারা যান। এ ছাড়া চালক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পাঠানো হয়েছে।

খোরশেদ আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেনে চলাচলের সময় গেটবার না ফেলে গেটম্যান আনোয়ার হোসেন ঘুমিয়ে ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত