নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। একইসঙ্গে ১-৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে। বাতিল করা হয়েছে ট্রেনের বন্ধের শিডিউলও।
রেলওয়ে সূত্র জানায়, ৬ জোড়া যেসব স্পেশাল ট্রেন চলাচল করবে তা হলো ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল, একই রুটে চাঁদপুর স্পেশাল-২, জয়দেবপুর-পঞ্চগড়-জয়দেবপুর রুটে পঞ্চগড় স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটের সোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সোলাকিয়া স্পেশাল-২।
এর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ও চাঁদপুর স্পেশাল ১ ও ২ ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিনসহ ৫ দিন চলাচল করবে। পঞ্চগড় স্পেশাল ঈদের তিন দিন আগে ও পরের চার দিন চলাচল করবে। সোলাকিয়া স্পেশাল-১ এবং ২ ঈদের দিন চলাচল করবে।
ফিরতি টিকিট বিক্রির তারিখও নির্ধারণ করেছে রেল প্রশাসন। আগামী ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৭ জুলাই দেওয়া হবে ১১ জুলাইয়ের টিকিট, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই দেওয়া হবে ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট।
টিকিট কালোবাজারি রোধে ভ্রাম্যমাণ আদালত ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৭টিসহ মোট ৬৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে ট্রেনে। এ ছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ২১৩টি ইঞ্জিন ট্রেনে ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বন্ধেও চলবে ট্রেনপূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদে যাত্রীরা যাতে নিরাপদে বাড়িতে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। একইসঙ্গে ১-৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে। বাতিল করা হয়েছে ট্রেনের বন্ধের শিডিউলও।
রেলওয়ে সূত্র জানায়, ৬ জোড়া যেসব স্পেশাল ট্রেন চলাচল করবে তা হলো ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল, একই রুটে চাঁদপুর স্পেশাল-২, জয়দেবপুর-পঞ্চগড়-জয়দেবপুর রুটে পঞ্চগড় স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটের সোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সোলাকিয়া স্পেশাল-২।
এর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ও চাঁদপুর স্পেশাল ১ ও ২ ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিনসহ ৫ দিন চলাচল করবে। পঞ্চগড় স্পেশাল ঈদের তিন দিন আগে ও পরের চার দিন চলাচল করবে। সোলাকিয়া স্পেশাল-১ এবং ২ ঈদের দিন চলাচল করবে।
ফিরতি টিকিট বিক্রির তারিখও নির্ধারণ করেছে রেল প্রশাসন। আগামী ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৭ জুলাই দেওয়া হবে ১১ জুলাইয়ের টিকিট, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই দেওয়া হবে ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট।
টিকিট কালোবাজারি রোধে ভ্রাম্যমাণ আদালত ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৭টিসহ মোট ৬৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে ট্রেনে। এ ছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ২১৩টি ইঞ্জিন ট্রেনে ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বন্ধেও চলবে ট্রেনপূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদে যাত্রীরা যাতে নিরাপদে বাড়িতে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪