Ajker Patrika

বন্ধেও চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। একইসঙ্গে ১-৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে। বাতিল করা হয়েছে ট্রেনের বন্ধের শিডিউলও।

রেলওয়ে সূত্র জানায়, ৬ জোড়া যেসব স্পেশাল ট্রেন চলাচল করবে তা হলো ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল, একই রুটে চাঁদপুর স্পেশাল-২, জয়দেবপুর-পঞ্চগড়-জয়দেবপুর রুটে পঞ্চগড় স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটের সোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সোলাকিয়া স্পেশাল-২।

এর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ও চাঁদপুর স্পেশাল ১ ও ২ ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিনসহ ৫ দিন চলাচল করবে। পঞ্চগড় স্পেশাল ঈদের তিন দিন আগে ও পরের চার দিন চলাচল করবে। সোলাকিয়া স্পেশাল-১ এবং ২ ঈদের দিন চলাচল করবে।

ফিরতি টিকিট বিক্রির তারিখও নির্ধারণ করেছে রেল প্রশাসন। আগামী ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৭ জুলাই দেওয়া হবে ১১ জুলাইয়ের টিকিট, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই দেওয়া হবে ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট।

টিকিট কালোবাজারি রোধে ভ্রাম্যমাণ আদালত ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৭টিসহ মোট ৬৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে ট্রেনে। এ ছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ২১৩টি ইঞ্জিন ট্রেনে ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বন্ধেও চলবে ট্রেনপূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদে যাত্রীরা যাতে নিরাপদে বাড়িতে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত