অর্ধেক জনবল দিয়ে চলছে চট্টগ্রাম কাস্টম হাউস
দেশের অন্যতম বৃহৎ শুল্ক আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস। আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে সরকারের রাজস্ব আয়ের বড় অংশই আসে এই কাস্টম হাউস থেকে। অথচ গুরুত্বপূর্ণ এই রাজস্ব আহরণ প্রতিষ্ঠানে অনুমোদিত জনবলের অর্ধেক পদই শূন্য পড়ে আছে। এতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য খালাসে সময় লেগে যাচ্ছে বেশি।