নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।
এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে।
জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।
এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪০ টাকা পাওনা নিয়ে শিশুদের ঝগড়া থেকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
৭ মিনিট আগেপটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজা পুলিশ বক্স-সংলগ্ন সড়কের পাশ থেকে সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আরও দুই সাবেক সমন্বয়ক ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন একটি প্যানেল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।
২২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে নকল সার তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। সেখানে অভিযান চালিয়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার নারিকেলবাড়ি খেয়ারপাড় এলাকায় এই অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উপজেলার বিভিন্ন হাটবাজারে একটি চক্র বিভিন্ন কোম্পানির মোড়কে
২৫ মিনিট আগে