অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি , আতঙ্কে উপকূলবাসী
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলা, মাদারীপুর ও ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে দমকা বাতাস বইতে শুরু করেছে। মাদারীপুরে পদ্মা, ঝালকাঠিতে নদনদী শান্ত থাকলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। এতে নদী তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।