সখীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ, কৃষক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আজ মঙ্গলবার সকালে এবং গতকাল সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।