‘মায়ের দোয়া’য় ভাগ্য বদল
‘মায়ের দোয়া’য় ভাগ্য বদলে গেছে গোয়াইনঘাটের হিরা আহমেদের (৪২)। শখের বসে একটি ছাগলের খামার গড়ে তুলেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা হিরা আহমেদ। সেই খামারের সুনাম ইতিমধ্যে দূর–দূরান্তে ছড়িয়ে পড়েছে। খামার দেখার পাশাপাশি ছাগল কিনতে এখন অনেকেই তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।