Ajker Patrika

আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬: ০৮
আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৮–১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে জাফলং সেতু সংলগ্ন জাফলং চা-বাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে স্থানীয় আলিম উদ্দিনের পক্ষের লোকজন তাঁর মুক্তির দাবিতে জাফলং সেতু এলাকায় মানববন্ধন করতে যান। ডাউকি নদীর আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ থাকায় মানববন্ধনে বক্তারা প্রতিপক্ষের ফয়জুলের নামে অশালীন মন্তব্য এবং স্লোগান দিতে থাকেন। মানববন্ধনের কটূক্তি শুনে ফয়জুলের পক্ষের লোকজন এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮-১০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালীন আলিম উদ্দিনের পক্ষের লোকজন ফয়জুলের পক্ষের লোকের বেশ কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ফয়জুলের পক্ষের লোকজন। অন্যদিকে এ বিষয়ে আলিম উদ্দিনের পক্ষের লোকজনের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ‘জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত