Ajker Patrika

পর্যটন এলাকায় বর্জ্যের স্তূপ

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৬
পর্যটন এলাকায় বর্জ্যের স্তূপ

পর্যটন স্পটগুলো খোলার পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়ছে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে। তাই দর্শনার্থীদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, কাগজ, প্লাস্টিকের বোতল, গ্লাসসহ বিভিন্ন রকমের ময়লায় ভরে গিয়েছিল পর্যটনকেন্দ্র ও তার আশপাশের এলাকা। বিষয়টি নজরে এলে টুরিস্ট পুলিশের ইনচার্জ তাঁর সহকর্মীদের নিয়ে নেমে পড়েন ময়লা-আবর্জনা পরিষ্কারে।

গত সোম ও মঙ্গলবার দুই দিন জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পর্যটকদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করে টুরিস্ট পুলিশ। পরে এসব ময়লা স্তূপ আকার করে পুড়িয়ে ধ্বংস করেন পুলিশ সদস্যরা। টুরিস্ট পুলিশের এই পরিচ্ছন্নতা অভিযান দেখে এলাকার সচেতন নাগরিকেরাসহ জাফলংয়ে আসা পর্যটকেরা তাঁদের প্রশংসা করেন।

গত শুক্র ও শনিবার পর্যটকদের বেশ ভিড় ছিল গোয়াইনঘাটে। করোনায় গৃহবন্দী হওয়া মানুষজন মনকে একটু প্রশান্তি দিতে এখানে ছুটে এসেছিলেন। সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়েছে জাফলংয়ে। এ স্পটে অন্যান্য উৎসবের চেয়ে লক্ষণীয় ভিড় ছিল।

জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জাফলং টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ, আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব, মধুসূদনসহ পর্যটনকেন্দ্রের আশপাশের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ রতন বলেন, ‘এখানে কোনো পরিচ্ছন্নতাকর্মী না থাকায় কয়েক দিন ধরে পর্যটকদের ফেলা ময়লা-আবর্জনায় চারপাশ ছেয়ে যায়। আগত পর্যটক ও দর্শনার্থীদের ফেলে যাওয়া আবর্জনায় পর্যটন স্পট জাফলং পরিবেশের নিজস্ব সৌন্দর্য হারায়। বিষয়টি নজরে এলে সহকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে নেমে পড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।’

ইনচার্জ রতন আরও বলেন, ‘পর্যটন স্পটটি যেন পর্যটকদের কাছে একটি সুন্দর পরিচ্ছন্ন ও রুচিশীল পরিবেশ মনে হয়, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। ভবিষ্যতেও জাফলংয়ের সৌন্দর্য বজায় রাখতে এভাবে অভিযানে নামা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত