গোয়াইনঘাট প্রতিনিধি
পর্যটন স্পটগুলো খোলার পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়ছে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে। তাই দর্শনার্থীদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, কাগজ, প্লাস্টিকের বোতল, গ্লাসসহ বিভিন্ন রকমের ময়লায় ভরে গিয়েছিল পর্যটনকেন্দ্র ও তার আশপাশের এলাকা। বিষয়টি নজরে এলে টুরিস্ট পুলিশের ইনচার্জ তাঁর সহকর্মীদের নিয়ে নেমে পড়েন ময়লা-আবর্জনা পরিষ্কারে।
গত সোম ও মঙ্গলবার দুই দিন জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পর্যটকদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করে টুরিস্ট পুলিশ। পরে এসব ময়লা স্তূপ আকার করে পুড়িয়ে ধ্বংস করেন পুলিশ সদস্যরা। টুরিস্ট পুলিশের এই পরিচ্ছন্নতা অভিযান দেখে এলাকার সচেতন নাগরিকেরাসহ জাফলংয়ে আসা পর্যটকেরা তাঁদের প্রশংসা করেন।
গত শুক্র ও শনিবার পর্যটকদের বেশ ভিড় ছিল গোয়াইনঘাটে। করোনায় গৃহবন্দী হওয়া মানুষজন মনকে একটু প্রশান্তি দিতে এখানে ছুটে এসেছিলেন। সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়েছে জাফলংয়ে। এ স্পটে অন্যান্য উৎসবের চেয়ে লক্ষণীয় ভিড় ছিল।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জাফলং টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ, আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব, মধুসূদনসহ পর্যটনকেন্দ্রের আশপাশের ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ রতন বলেন, ‘এখানে কোনো পরিচ্ছন্নতাকর্মী না থাকায় কয়েক দিন ধরে পর্যটকদের ফেলা ময়লা-আবর্জনায় চারপাশ ছেয়ে যায়। আগত পর্যটক ও দর্শনার্থীদের ফেলে যাওয়া আবর্জনায় পর্যটন স্পট জাফলং পরিবেশের নিজস্ব সৌন্দর্য হারায়। বিষয়টি নজরে এলে সহকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে নেমে পড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।’
ইনচার্জ রতন আরও বলেন, ‘পর্যটন স্পটটি যেন পর্যটকদের কাছে একটি সুন্দর পরিচ্ছন্ন ও রুচিশীল পরিবেশ মনে হয়, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। ভবিষ্যতেও জাফলংয়ের সৌন্দর্য বজায় রাখতে এভাবে অভিযানে নামা হবে।’
পর্যটন স্পটগুলো খোলার পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়ছে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে। তাই দর্শনার্থীদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, কাগজ, প্লাস্টিকের বোতল, গ্লাসসহ বিভিন্ন রকমের ময়লায় ভরে গিয়েছিল পর্যটনকেন্দ্র ও তার আশপাশের এলাকা। বিষয়টি নজরে এলে টুরিস্ট পুলিশের ইনচার্জ তাঁর সহকর্মীদের নিয়ে নেমে পড়েন ময়লা-আবর্জনা পরিষ্কারে।
গত সোম ও মঙ্গলবার দুই দিন জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পর্যটকদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করে টুরিস্ট পুলিশ। পরে এসব ময়লা স্তূপ আকার করে পুড়িয়ে ধ্বংস করেন পুলিশ সদস্যরা। টুরিস্ট পুলিশের এই পরিচ্ছন্নতা অভিযান দেখে এলাকার সচেতন নাগরিকেরাসহ জাফলংয়ে আসা পর্যটকেরা তাঁদের প্রশংসা করেন।
গত শুক্র ও শনিবার পর্যটকদের বেশ ভিড় ছিল গোয়াইনঘাটে। করোনায় গৃহবন্দী হওয়া মানুষজন মনকে একটু প্রশান্তি দিতে এখানে ছুটে এসেছিলেন। সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়েছে জাফলংয়ে। এ স্পটে অন্যান্য উৎসবের চেয়ে লক্ষণীয় ভিড় ছিল।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জাফলং টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ, আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব, মধুসূদনসহ পর্যটনকেন্দ্রের আশপাশের ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ রতন বলেন, ‘এখানে কোনো পরিচ্ছন্নতাকর্মী না থাকায় কয়েক দিন ধরে পর্যটকদের ফেলা ময়লা-আবর্জনায় চারপাশ ছেয়ে যায়। আগত পর্যটক ও দর্শনার্থীদের ফেলে যাওয়া আবর্জনায় পর্যটন স্পট জাফলং পরিবেশের নিজস্ব সৌন্দর্য হারায়। বিষয়টি নজরে এলে সহকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে নেমে পড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।’
ইনচার্জ রতন আরও বলেন, ‘পর্যটন স্পটটি যেন পর্যটকদের কাছে একটি সুন্দর পরিচ্ছন্ন ও রুচিশীল পরিবেশ মনে হয়, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। ভবিষ্যতেও জাফলংয়ের সৌন্দর্য বজায় রাখতে এভাবে অভিযানে নামা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪