Ajker Patrika

শ্যালো মেশিন ধ্বংস, জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ১৪
শ্যালো মেশিন ধ্বংস, জরিমানা

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৫টি শ্যালো মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

পরবর্তীতে পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পর্যটন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী ধ্বংস করা হয়। একই সঙ্গে নকল পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের দায়ে দুটি দোকান মালিককে মামলা দিয়ে তাঁদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক লিটন রায়, বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো. ইদ্রিছ আলীসহ থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও কিছু অসাধু ব্যক্তি ডাউকি নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের চেষ্টা করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৫টি শ্যালো মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ২ জনকে জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত