প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট)
কুয়েতের কৃষি অঞ্চল আবদালি এলাকায় আগুনে দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। মা-বাবা ও স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য ২৫ বছর আগে কুয়েতে গিয়ে কষ্টের প্রবাসজীবন শুরু করেছিলেন খোরশেদ আলম (৪৮)।
সচ্ছলতা ফেরাতে না পারলেও খোরশেদের আয়-রোজগারে কোনোমতে চলে যাচ্ছিল তাঁর পরিবার। কিন্তু একটি অগ্নিকাণ্ড ছাই করে দিল খোরশেদ ও তাঁর পরিবারের সব স্বপ্ন। তাঁর গ্রামের বাড়িতে এখন চলছে মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা ও স্ত্রী। মা-বাবা ও স্ত্রী-সন্তানদের আর্তনাদে ভারী হয়ে আছে খোরশেদের বাড়ির চারপাশ।
খোরশেদ গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের নেছার আলীর ছেলে। পরিবারে তাঁর তিন ছেলেসন্তান রয়েছে।
খোরশেদ আলমের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আমার স্বামী। তাঁর এমন মৃত্যুতে আমরা দুই চোখে এখন অন্ধকার দেখছি। তা ছাড়া, আমার সন্তানেরা তাদের বাবাকে হারানোর সংবাদে দিশেহারা হয়ে গেছে। আমার শাশুড়ি বারবার অজ্ঞান হচ্ছেন ছেলের মৃত্যুর সংবাদ শুনে।’
জানা যায়, গত শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে ওই খামারে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সিলেট বিভাগের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এর মধ্যে খোরশেদ একজন। ওই খামারে মোট ২০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। এই অগ্নিকাণ্ডে খোরশেদ এবং কামাল উদ্দিন (৫১) ও মোহাম্মদ ইসলাম (৩২) নামের সিলেট বিভাগের তিনজন মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।
এই অগ্নিকাণ্ডে নিহত কামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মাগুরা গ্রামে। আর নিহত মোহাম্মদ ইসলামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে।
কুয়েতের কৃষি অঞ্চল আবদালি এলাকায় আগুনে দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। মা-বাবা ও স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য ২৫ বছর আগে কুয়েতে গিয়ে কষ্টের প্রবাসজীবন শুরু করেছিলেন খোরশেদ আলম (৪৮)।
সচ্ছলতা ফেরাতে না পারলেও খোরশেদের আয়-রোজগারে কোনোমতে চলে যাচ্ছিল তাঁর পরিবার। কিন্তু একটি অগ্নিকাণ্ড ছাই করে দিল খোরশেদ ও তাঁর পরিবারের সব স্বপ্ন। তাঁর গ্রামের বাড়িতে এখন চলছে মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা ও স্ত্রী। মা-বাবা ও স্ত্রী-সন্তানদের আর্তনাদে ভারী হয়ে আছে খোরশেদের বাড়ির চারপাশ।
খোরশেদ গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের নেছার আলীর ছেলে। পরিবারে তাঁর তিন ছেলেসন্তান রয়েছে।
খোরশেদ আলমের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আমার স্বামী। তাঁর এমন মৃত্যুতে আমরা দুই চোখে এখন অন্ধকার দেখছি। তা ছাড়া, আমার সন্তানেরা তাদের বাবাকে হারানোর সংবাদে দিশেহারা হয়ে গেছে। আমার শাশুড়ি বারবার অজ্ঞান হচ্ছেন ছেলের মৃত্যুর সংবাদ শুনে।’
জানা যায়, গত শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে ওই খামারে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সিলেট বিভাগের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এর মধ্যে খোরশেদ একজন। ওই খামারে মোট ২০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। এই অগ্নিকাণ্ডে খোরশেদ এবং কামাল উদ্দিন (৫১) ও মোহাম্মদ ইসলাম (৩২) নামের সিলেট বিভাগের তিনজন মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।
এই অগ্নিকাণ্ডে নিহত কামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মাগুরা গ্রামে। আর নিহত মোহাম্মদ ইসলামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু বিক্রির সিন্ডিকেট, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন অভি। সবসময় এলাকায় থাকতেন না, নারায়ণগঞ্জে অবস্থান করতেন তিনি। তাকে হত্যার পর অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে আরেকজনকেও এইভাবে হত্যার হুমকি দেওয়া হয়। ফলে এ নিয়ে মতলব উত্তরে মেঘনাপাড়ের একল
১৩ মিনিট আগেচাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে মার্কেটে বিক্ষোভ করেন তাঁরা।
১৩ মিনিট আগেহবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের ১৪ যাত্রী এবং ট্রাকচালকের সহকারী (হেলপার) আহত হয়েছেন। আজ বুধবার (১৩ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়েছে। এতে চিলমারি ইউনিয়নের নিম্নাঞ্চলের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ইউনিয়নের মোট ১৯টি গ্রাম পানিবন্দী হয়ে প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৬টি গ্রামে আরও
৩৮ মিনিট আগে