বিয়ের কথা বলে কিশোরীকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা, তরুণ গ্রেপ্তার
সকাল ৭টার দিকে পুড়াভিটার গেট দিয়ে দুজন যৌনপল্লিতে প্রবেশ করে কাকে যেন খোঁজাখুঁজি করছিল। এতে সন্দেহ হলে, তরুণকে জিজ্ঞেস করা হয় তিনি মেয়েটিকে কোথা থেকে এনেছেন। তখন তরুণ কিছুই বলতে পারছিল না। মেয়েটিকে জিজ্ঞেস করলে সে জানায়, ছেলেটি তাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছে। কিন্তু এটি যে যৌনপল্লি সেটি জানার পরই মে