জাপানের কাছে দুই হালি গোল হজম বাংলাদেশের মেয়েদের
যেভাবে শুরু করেছিল জাপানের মেয়েরা তাতে শঙ্কা জেগেছিল, প্রতি দুই মিনিট অন্তর না হোক, হয়তো প্রতি পাঁচ মিনিটে গোলের ধাক্কা সইতে হতে পারে বাংলাদেশ নারী ফুটবল দলকে। শেষটায় অবশ্য স্বস্তি। পাঁচ মিনিট নয়, বাংলাদেশ জাপানের কাছে হেরেছে প্রতি ১২ মিনিটে একটি করে গোল হজম করে!