Ajker Patrika

সন্তানকে সঙ্গে নিতে না পারায় নাম প্রত্যাহার পাকিস্তানি ক্রিকেটারের

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২০: ৪৫
সন্তানকে সঙ্গে নিতে না পারায় নাম প্রত্যাহার পাকিস্তানি ক্রিকেটারের

২০২১ সালের আগস্টে ফাতিমার জন্মের পর একটা দৃশ্য খুবই পরিচিত ছিল। বিসমাহ মারুফ যেখানে ক্রিকেট খেলতে যেতেন মেয়েকে সঙ্গে নিতেন। কিন্তু এবার বিপদে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ২০২৩ এশিয়ান গেমসে মেয়েকে সঙ্গে নিতে পারবেন না তিনি। 

ফাতিমাকে সঙ্গে নিতে না পারায় এশিয়াডে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিসমাহ। তাঁর সিদ্ধান্তটি দল ঘোষণার সময় জানিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক। তিনি বলেছেন, ‘কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে কন্যাশিশুকে গেমস ভিলেজে নিতে পারছে না বিসমাহ মারুফ। এ কারণে ইভেন্টে তাঁর সার্ভিস না পাওয়াটা দলের জন্য দুর্ভাগ্যজনক।’ 

বিসমাহর না যাওয়ায় নিদারুণ কষ্ট পেয়েছেন নিদা দার। দারের নেতৃত্বেই চীনের হ্যাংজুতে এশিয়ান গেমস খেলবে পাকিস্তান। তিনি বলেছেন, ‘আয়োজকদের নিয়মের কারণে বিসমাহর দলের সঙ্গে যোগ দিতে না পারার সংবাদটা কষ্টের। বহুদিন ধরে তাকে চিনি বলে বুঝি, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা তার জন্য কতটা বিশাল ব্যাপার।’ 

এশিয়ান গেমসের আগেও মেয়েকে সঙ্গে নিতে পারবেন না বলে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন বিসমাহ। সেবার অবশ্য মেয়ে এবং মাকে হোটেলে রেখে বার্মিংহামের কমনওয়েলথ গেমসে খেলেছিলেন তিনি। চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার সেরকম কিছু সিদ্ধান্ত না নিয়ে নিজেকেই সরিয়ে নিয়েছেন বিসমাহ। 

এশিয়ান ও কমনওয়েলথ গেমসে এমনটা ঘটলেও আর কোনো ইভেন্টে এই সমস্যার মুখোমুখি হননি বিসমাহ। দ্বিপক্ষীয় সিরিজের সঙ্গে আইসিসির টুর্নামেন্টেও মেয়েকে সঙ্গে নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড বিশ্বকাপে তো তাঁর মেয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরালও হয়। ভিডিওয় দেখা যায় ভারতীয় নারী ক্রিকেটাররা ছোট্ট ফাতিমাকে কোলে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত