নিম্নবিত্ত-মধ্যবিত্ত সবার সংসারেই টানাপোড়েন
সিলেট নগরীর জালালাবাদ এলাকার শানু মিয়া। তিনি দিনমজুর ও তাঁর স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। দুই ছেলে-মেয়েসহ চারজনের সংসার তাঁদের। এলাকার একটি মুদিদোকানে পাঁচ কেজি চাল ও এক হালি ডিম কিনতে এসেছেন। কিন্তু যে টাকা সঙ্গে এনেছিলেন, তা দিয়ে চাহিদামতো পণ্য কিনতে পারেননি।