প্রতিনিধি (ঢাকা) ধামরাই
৭ দিন বয়সী ছেলেকে প্রতিবেশীর কাছে রেখে কাজে যান গৃহকর্মী মিলি আক্তার (৩০)। পরে কাজ থেকে ফিরে ছেলেকে না পেয়ে সেই প্রতিবেশীকে ফোন করলে তাঁরা মুক্তিপণ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি মুক্তিপণের টাকা না দিলে নবজাতককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
পুলিশ বলছে, নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে।
আজ বৃহস্পতিবার এ অভিযোগের বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী মিলি আক্তার। তিনি ধামরাই ঢুলিভিটা এলাকায় ভাড়া থেকে গৃহকর্মী হিসেবে কাজ করেন। গত ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে ধামরাই থানায় লিখিত একটি অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মিলি আক্তারের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। তিনি ওই এলাকার রহিম মোল্লার মেয়ে। বর্তমান তিনি ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকার জনৈক শাহাদাতের বাড়ির ভাড়াটিয়া। তিনি ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার মফিজ মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে ৫ মাস ধরে কাজ করছেন।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকার ভাড়াটিয়া তানিয়া (২৭) ও রুবেল (৩২) দম্পতি। তাঁদের স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি।
ভুক্তভোগী মিলি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি আমার একটি নবজাতক ছেলের জন্ম হয়। পরে ২৬ ফেব্রুয়ারি আমার ছেলেকে পাশের বাসার অভিযুক্ত প্রতিবেশী তানিয়ার কাছে রেখে কাজে যাই আমি। পরে কাজ থেকে ফিরে নিজের ছেলেকে খুঁজে না পেয়ে ওই প্রতিবেশীকে ফোন করলে তারা মুঠোফোনে বলে ১ লাখ টাকা দিলে আমার বাচ্চা ফিরিয়ে দেবে তারা। তা না হলে বাচ্চাটিকে মেরে ফেলা হবে। পরে আমি থানায় গিয়ে অভিযোগ করি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে।’
৭ দিন বয়সী ছেলেকে প্রতিবেশীর কাছে রেখে কাজে যান গৃহকর্মী মিলি আক্তার (৩০)। পরে কাজ থেকে ফিরে ছেলেকে না পেয়ে সেই প্রতিবেশীকে ফোন করলে তাঁরা মুক্তিপণ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি মুক্তিপণের টাকা না দিলে নবজাতককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
পুলিশ বলছে, নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে।
আজ বৃহস্পতিবার এ অভিযোগের বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী মিলি আক্তার। তিনি ধামরাই ঢুলিভিটা এলাকায় ভাড়া থেকে গৃহকর্মী হিসেবে কাজ করেন। গত ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে ধামরাই থানায় লিখিত একটি অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মিলি আক্তারের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। তিনি ওই এলাকার রহিম মোল্লার মেয়ে। বর্তমান তিনি ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকার জনৈক শাহাদাতের বাড়ির ভাড়াটিয়া। তিনি ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার মফিজ মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে ৫ মাস ধরে কাজ করছেন।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকার ভাড়াটিয়া তানিয়া (২৭) ও রুবেল (৩২) দম্পতি। তাঁদের স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি।
ভুক্তভোগী মিলি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি আমার একটি নবজাতক ছেলের জন্ম হয়। পরে ২৬ ফেব্রুয়ারি আমার ছেলেকে পাশের বাসার অভিযুক্ত প্রতিবেশী তানিয়ার কাছে রেখে কাজে যাই আমি। পরে কাজ থেকে ফিরে নিজের ছেলেকে খুঁজে না পেয়ে ওই প্রতিবেশীকে ফোন করলে তারা মুঠোফোনে বলে ১ লাখ টাকা দিলে আমার বাচ্চা ফিরিয়ে দেবে তারা। তা না হলে বাচ্চাটিকে মেরে ফেলা হবে। পরে আমি থানায় গিয়ে অভিযোগ করি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে।’
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
৮ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
১৪ মিনিট আগেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভা
৩০ মিনিট আগেফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর প্রধান পিলারের পাশে ভারতীয় বসকোটাল এলাকার নো ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়।
১ ঘণ্টা আগে