বারান্দায় মা-বাবার সামনেই গুলিতে লুটিয়ে পড়ে ৪ বছরের আহাদ
আহাদের চাচা মোখলেছুর বলেন, ‘আহাদকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অপারেশন করার মতোও অবস্থা ছিল না। কারণ, লাইফ সাপোর্ট থেকে সরালেই মারা যেতে পারে। এভাবেই চিকিৎসা চলে। কিন্তু পরদিন রাত আটটার দিকে চিকিৎসক জানায় আহাদ মারা গেছে।’