Ajker Patrika

মোটরসাইকেলে এসে বাড়িতে হামলা, যুবদল নেতার মা গুলিবিদ্ধ 

যশোর প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬: ৫৪
Thumbnail image

যশোর শহরতলির উপশহরে মধ্যরাতে এক বাড়িতে হামলা চালিয়ে যুবদল নেতার মাকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ওই নারীর নাম নাসরিন আক্তার (৫০)। গুলিবিদ্ধ নারীর বড় ছেলে উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৩৫) এবং ছোট ছেলে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুপম হোসেন (৩২)। 

গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তাঁর স্বজনেরা জানান, গতকাল মধ্যরাতে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের বড় ছেলে রুবেল হোসেন উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ছোট ছেলে রুপম হোসেন একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়। 

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশঙ্কামুক্ত। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত