যশোর প্রতিনিধি
যশোর শহরতলির উপশহরে মধ্যরাতে এক বাড়িতে হামলা চালিয়ে যুবদল নেতার মাকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই নারীর নাম নাসরিন আক্তার (৫০)। গুলিবিদ্ধ নারীর বড় ছেলে উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৩৫) এবং ছোট ছেলে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুপম হোসেন (৩২)।
গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তাঁর স্বজনেরা জানান, গতকাল মধ্যরাতে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের বড় ছেলে রুবেল হোসেন উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ছোট ছেলে রুপম হোসেন একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’
যশোর শহরতলির উপশহরে মধ্যরাতে এক বাড়িতে হামলা চালিয়ে যুবদল নেতার মাকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই নারীর নাম নাসরিন আক্তার (৫০)। গুলিবিদ্ধ নারীর বড় ছেলে উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৩৫) এবং ছোট ছেলে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুপম হোসেন (৩২)।
গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তাঁর স্বজনেরা জানান, গতকাল মধ্যরাতে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের বড় ছেলে রুবেল হোসেন উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ছোট ছেলে রুপম হোসেন একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৯ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৮ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
২৬ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
৩২ মিনিট আগে