Ajker Patrika

রাজবাড়ীতে অস্ত্র, গুলিসহ ২ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২০: ১৩
Thumbnail image

রাজবাড়ীতে একটি দেশীয় পিস্তল ও তিনটি গুলিসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার দুপুরে জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা দয়ালবন্দ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন রাজবাড়ী জেলা সদরের মাইটকোট এলাকার করিম শেখের ছেলে আমির শেখ এবং পশ্চিম নলডুবি এলাকার লতিফ শেখের ছেলে কাদের শেখ।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখায়রুল আলম প্রধান এই তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা দয়ালবন্দ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চালকসহ দুজন যাচ্ছিলেন। এ সময় চালকের কোমরে অস্ত্র দেখে স্থানীয়রা ধরতে গেলে তিনি দৌড়ে পাশের ঝোপে লুকানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে ওই দুজনকে আটক করে। এ সময় একটি অস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।

রাজবাড়ীতে অস্ত্র, গুলিসহ দুই যুবক আটকওসি ইফতেখায়রুল আলম প্রধান আরও বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত