গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির সমাধান দেবে গুগল
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।