বিশ্বমঞ্চে সংগীতের ৬ তরুণ
গানকে পেশা হিসেবে নিতে চাওয়ায় নানাজনের নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। হয়েছেন আশাহত। বাংলাদেশের সেই ছয় তরুণ এখন নজর কেড়েছেন সংগীতের বিশ্বমঞ্চে। তাঁদের নাম আয়ান আদিয়াত, আবির আহমেদ, শাহরিয়ার মৃদুল, আদ্রিত মাহির, আরাফাত হোসেন ও মোহাম্মাদ আরিয়ান বর্ণ অ্যানভিল।