Ajker Patrika

করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক
Thumbnail image

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তকূলই নয়, উদ্বেগে চিকিৎসকরাও। তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ ওয়ার্ডেই রাখা হবে বলে আজ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। তবে করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন ৯২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞী।

চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের পক্ষ থেকে ডা. প্রতীত সমধানি জানান, ‘আপাতত লতা মঙ্গেশকরকে আইসিইউ-তে রেখে দেওয়া হবে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।’ অর্থাৎ তিনি যে এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না, সে ইঙ্গিতই দিয়ে রাখলেন চিকিৎসকরা।

ডা. প্রতীক সমধানি আরও জানান, বয়সের কারণে তাকে প্রথমেই আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে এখন নিউমোনিয়া ধরা পড়েছে। ফলে তাকে সেখানে রেখে আরও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাকে ককটেল থেরাপি দেওয়া হতে পারে।

নতুন বছরে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সারাবিশ্বের মতো ভারতেও বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। বলিউড থেকে টালিউড, রাজনৈতিক জগৎ থেকে খেলার দুনিয়া, সর্বত্রই করোনা ব্যাপকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন লতা মঙ্গেশকর, সকলে একই প্রার্থনাই করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত