দেশি শিল্পীদের সঙ্গে ঢাকা মাতাবেন আতিফ ও কিং
আতিফ আসলাম পাকিস্তানি শিল্পী হলেও বাংলাদেশে তাঁর জনপ্রিয়তা অনেক। বলিউডের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন। উপহার দিয়েছেন ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ সুপারহিট অনেক গান। বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে এর আগে দুবার ঢাকায় এসেছেন আতিফ আসলাম। ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠা