Ajker Patrika

তালেবান আইনের বিরুদ্ধে গান গেয়ে আফগান নারীদের প্রতিবাদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৫: ৫৭
তালেবান আইনের বিরুদ্ধে গান গেয়ে আফগান নারীদের প্রতিবাদ

আফগানিস্তানের নারীদের জনসমক্ষে জোরে কথা বলা নিষিদ্ধ করে সম্প্রতি নতুন আইন পাস করেছে দেশটির তালেবান সরকার। এই আইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন আফগান নারীরা। 

দেশটির ভেতরে ও বাইরে থাকা আফগান নারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের গান গাওয়ার ভিডিও পোস্ট করেছেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে তাঁরা লিখেছেন, ‘আমার কণ্ঠ নিষিদ্ধ নয়’, ‘তালেবানকে না বলুন’। 

দেশটিতে নীতি-নৈতিকতাবিষয়ক ৩৫টি ধারার নতুন আইন গত সপ্তাহে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। নতুন আইনে বলা হয়েছে, নারীদের ঘরের বাইরে অবশ্যই নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাঁদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে। 

এদিকে এই আইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আফগানিস্তানে থাকা এক নারী প্রতিবাদ জানিয়েছেন। নিজের মুখ ও শরীর কালো কাপড় দিয়ে ঢেকে গান গেয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘আপনি অদূর ভবিষ্যতের জন্য আমার কণ্ঠ রোধ করেছেন...একজন নারী হওয়ার অপরাধে আপনি আমাকে আমার বাড়িতে বন্দী করে রেখেছেন।’ 

নারী অধিকারকর্মীদের একটি দল ছবি উঁচিয়ে ভিডিও পোস্ট করেছে। তারা তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লা আখুন্দজাদার ছবি ছিঁড়ে ফেলেছে। অধিকারকর্মীদের আরেকটি ভিডিওতে স্লোগান দিয়েছে, ‘একজন নারীর কণ্ঠ ন্যায়ের কণ্ঠস্বর।’ 

এক্স ব্যবহারকারী তাইবা সুলাইমানি গান গেয়ে বলেছেন, ‘একজন নারীর কণ্ঠ তার পরিচয়, এমন কিছু নয় যা লুকিয়ে রাখা উচিত।’ 

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান ‘প্রোমোশন অব ভার্চু এবং প্রিভেনশন অব ভাইস’ নামে নৈতিকতা আইনটি ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে প্রয়োগ করেছে। এ আইন অনুযায়ী, নারীরা জনসমক্ষে কথা বলা, উচ্চ স্বরে গান বা আবৃত্তি করতে পারবে না। নারীদের কণ্ঠস্বর বাড়ির দেয়ালের বাইরে যাওয়া যাবে না। কোনো প্রাপ্তবয়স্ক নারী প্রয়োজনে বাড়ি থেকে বের হলে তাঁকে মুখ, শরীর ঢেকে চলতে হবে এবং কোনো কথা বলা যাবে না। নিকটাত্মীয় ছাড়া নারী ও পুরুষেরা বিপরীত লিঙ্গের সদস্যদের দিকে তাকাতে পারবেন না। ট্যাক্সি ড্রাইভাররা পুরুষ অভিভাবক ছাড়া নারীদের গাড়িতে তুলতে পারবেন না। 

তবে আইনের সমালোচনা আমলে নেননি তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তাঁর মতে, নারীদের এই প্রতিবাদ ‘ঔদ্ধত্য’ এবং শরিয়ার ভুল বোঝাবুঝি বা অসম্মান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত