আধুনিক গানের কথা সরল, পুনরাবৃত্তিমূলক আর আত্মকেন্দ্রিক: গবেষণা
অনেক সংগীতপ্রেমী বিদগ্ধজনের মুখে আজকাল একটিই আক্ষেপ শোনা যায়: আজকাল গানের কথাগুলো বড়ই আমি–তুমি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। জীবনঘনিষ্ঠ, গভীর অনুভূতি, দেশ, সমাজ, সম্পর্কের বর্ণনা ও আবেগ নিয়ে আর গান হচ্ছে না!