ভিক্ষাবৃত্তি বেছে নেননি আসাদ
‘স্যার মাস্ক লাগবে, মাস্ক? মাত্র ৫ টাকায় মাস্ক। প্রতিবন্ধী বলে কোনো বাড়তি টাকা চাই না। একটা মাস্ক নেন স্যার।’ এভাবেই ডেকে ডেকে মাস্ক বিক্রি করছেন প্রতিবন্ধী আসাদুল ইসলাম মোল্লা (৩১)। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আ. সালাম মোল্লার ছেলে।