রাতুল মন্ডল, শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সড়ক প্রশস্তকরণের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা বাজার থেকে সোনাব গ্রামের অভিমুখে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশের বনের জমি থেকে এ মাটি কাটা হচ্ছে। সড়কটি দিয়ে মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, মাত্র আট মাস আগে রাস্তাটির ঢালাই কাজ হয়েছে। এখন রাস্তা প্রশস্তকরণের নামে বনের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ মাটি সড়ক দিয়ে বহনের ফলে সড়কটি নষ্ট হচ্ছে। তবে চক্রটি প্রভাবশালী হওয়ায় কারা মাটি কেটে কোথায় বিক্রি করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িতের নাম বলতে চায়নি স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি রাস্তাটি দিয়ে সারা দিন অতিরিক্ত ওজনের মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু জায়গা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মাটি কেটে নেওয়ার ফলে বন বিভাগের রোপণ করা অনেক গাছ ভেঙে পড়ছে। একদিকে ধ্বংস হচ্ছে বনভূমি, অপরদিকে বনের গাছ ও গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা।
স্থানীয় মিনহাজ বলেন, ‘বনের জায়গার মাটি কেটে কোথায় নিচ্ছে তা বলতে পারি না। তবে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তা নষ্ট হচ্ছে।’
একই গ্রামের ভুক্তভোগী মো. সজীব হাসান বলেন, ‘বনের জমির মাটি কেটে বিক্রির ফলে সড়কে ভাঙন শুরু হয়েছে।’
একই গ্রামের আলাল মিয়া বলেন, ‘এই সড়কে হাজারো মানুষের চলাচল। এভাবে মাটিবাহী ড্রামট্রাক চলাচল করলে কয়েক দিনের মধ্যে রাস্তাটি চলাচল অনুপযোগী হবে।’
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক রানা দেব বলেন, ‘বন বিভাগের অনুমতি ছাড়া কোনো দপ্তর বনের মাটি কেটে নিতে পারে না। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, ‘রাস্তাটির দুই পাশে বনের জায়গা। দুই পাশ ভরাটের জন্য কিছু মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে কেউ মাটি বিক্রি করে থাকলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, রাস্তা প্রশস্তকরণের বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলা যাবে।
গাজীপুরের শ্রীপুরে সড়ক প্রশস্তকরণের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা বাজার থেকে সোনাব গ্রামের অভিমুখে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশের বনের জমি থেকে এ মাটি কাটা হচ্ছে। সড়কটি দিয়ে মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, মাত্র আট মাস আগে রাস্তাটির ঢালাই কাজ হয়েছে। এখন রাস্তা প্রশস্তকরণের নামে বনের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ মাটি সড়ক দিয়ে বহনের ফলে সড়কটি নষ্ট হচ্ছে। তবে চক্রটি প্রভাবশালী হওয়ায় কারা মাটি কেটে কোথায় বিক্রি করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িতের নাম বলতে চায়নি স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি রাস্তাটি দিয়ে সারা দিন অতিরিক্ত ওজনের মাটিবাহী ড্রামট্রাক চলাচলের ফলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু জায়গা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মাটি কেটে নেওয়ার ফলে বন বিভাগের রোপণ করা অনেক গাছ ভেঙে পড়ছে। একদিকে ধ্বংস হচ্ছে বনভূমি, অপরদিকে বনের গাছ ও গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা।
স্থানীয় মিনহাজ বলেন, ‘বনের জায়গার মাটি কেটে কোথায় নিচ্ছে তা বলতে পারি না। তবে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তা নষ্ট হচ্ছে।’
একই গ্রামের ভুক্তভোগী মো. সজীব হাসান বলেন, ‘বনের জমির মাটি কেটে বিক্রির ফলে সড়কে ভাঙন শুরু হয়েছে।’
একই গ্রামের আলাল মিয়া বলেন, ‘এই সড়কে হাজারো মানুষের চলাচল। এভাবে মাটিবাহী ড্রামট্রাক চলাচল করলে কয়েক দিনের মধ্যে রাস্তাটি চলাচল অনুপযোগী হবে।’
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক রানা দেব বলেন, ‘বন বিভাগের অনুমতি ছাড়া কোনো দপ্তর বনের মাটি কেটে নিতে পারে না। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, ‘রাস্তাটির দুই পাশে বনের জায়গা। দুই পাশ ভরাটের জন্য কিছু মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে কেউ মাটি বিক্রি করে থাকলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, রাস্তা প্রশস্তকরণের বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলা যাবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪