Ajker Patrika

বঙ্গবন্ধুর জন্য শিশুর কোরআন খতম

প্রতিনিধি, নবাবগঞ্জ
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২: ২২
Thumbnail image

নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন শরিফ খতম দিয়েছে আট বছরের এক শিশু। আলমিনা ফাতেমা নামের ওই শিশু উপজেলার মাঝিরকান্দা গ্রামের মো. আতাহারের মেয়ে। সে মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

গত বছরেও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন শরিফ খতম দেয় আলমিনা। এ নিয়ে দ্বিতীয়য় বার বঙ্গবন্ধুর নামে কোরআন শরিফ খতম দিলেন আলমিনা।

শিশু আলমিনা বলে, ‘বাবা-মা ও স্কুলের স্যারদের কাছে শুনেছি বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। তখন থেকে আমার তাঁর জন্য ভালোবাসা জন্মে। কোরআন খতম করে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন তাঁকে জান্নাতে ভালো রাখেন।’

মো. আতাহার বলেন, ‘আমার ছোট মেয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বার কোরআন খতম দিল। আমি চাই আলমিনাকে এমনভাবে উৎসাহিত করা হোক, যেন বাংলার বুকে হাজারো আলমিনার জন্ম হয়।’

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন বলেন, ‘নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর চেতনা প্রমাণ করে বঙ্গবন্ধুর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি। শিশু আলমিনা জাতির জনককে হৃদয়ে ধারণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত