প্রতিনিধি, মির্জাপুর
গাজীপুরের কালীগঞ্জে বোয়ালী উচ্চবিদ্যালয়ের প্রায় শত বছরের পুরোনো দুটি জামগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়ার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই বিদ্যালয় লাগোয়া বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটুসহ জমিদাতা আরও ৪-৫ জন একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত আব্দুল গণি ভূঁইয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালী গ্রামের বাসিন্দা।
মোফাজ্জল হোসেন পটু বলেন, ‘প্রায় শত বছরের পুরোনো দুটি জামগাছের মূল্য লক্ষাধিক টাকা। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাপতির একক ক্ষমতায় নামমাত্র মূল্যে গাছ দুটি বিক্রি করেছেন। গাছ কাটার বিষয়টি আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয়ের সভাপতি আব্দুল গণি ভূঁইয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‘আমি আমার ক্ষমতায় গাছ কাটছি পারলে কেউ কিছু করুক।’’ ইউএনও সাহেবও বিষয়টি জানেন।’
বোয়ালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম জানান, গত ৮ সেপ্টেম্বর দপ্তরি মো. মফিজ উদ্দিন স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে যান। এ সময় তিনি দেখেন বোয়ালী উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে পুরোনো দুটি জাম গাছ করাত ও কুঠার দিয়ে কেটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরে বিষয়টি আমাকে ফোনে অবগত করেন। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গণি ভূঁইয়াকে ফোন দিলে তিনি গাছ কাটার বিষয়টি জানেন বলে জানান।
বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিপন বলেন, ‘এই গাছ দুটি বোয়ালী উচ্চবিদ্যালয়ের। আমি এ বিষয়ে কোনো কিছু জানি না।’ গাছ কে বিক্রি করেছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘গাছ কাটার সময় আমি এলাকার বাইরে ছিলাম। এলাকায় এসে দেখি স মিলের মালিক শফিক গাছ দুটি নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন এসে দেখি বিদ্যালয় প্রতিষ্ঠার আগে রোপণ করা দুটি জামগাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। তবে বিষয়টি তিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তারকে অবগত করেছেন বলেও জানান।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তার বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জেনে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার স্যারকে জানানো হয়েছে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বিষয়টি মৌখিকভাবে জেনেছেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়মানুযায়ী উপজেলা কমিটির সভা ডেকে অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু বিদ্যালয়ের সভাপতি এসব করেননি।’
অভিযুক্ত আব্দুল গণি ভূঁইয়া বলেন, ‘আমি বিদ্যালয়ের সভাপতি। আমি কার কাছে থেকে অনুমতি নেব? বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বরাদ্দ হয়েছে, তাই কেটে ফেলেছি।’
গাজীপুরের কালীগঞ্জে বোয়ালী উচ্চবিদ্যালয়ের প্রায় শত বছরের পুরোনো দুটি জামগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়ার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই বিদ্যালয় লাগোয়া বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটুসহ জমিদাতা আরও ৪-৫ জন একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত আব্দুল গণি ভূঁইয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালী গ্রামের বাসিন্দা।
মোফাজ্জল হোসেন পটু বলেন, ‘প্রায় শত বছরের পুরোনো দুটি জামগাছের মূল্য লক্ষাধিক টাকা। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাপতির একক ক্ষমতায় নামমাত্র মূল্যে গাছ দুটি বিক্রি করেছেন। গাছ কাটার বিষয়টি আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয়ের সভাপতি আব্দুল গণি ভূঁইয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‘আমি আমার ক্ষমতায় গাছ কাটছি পারলে কেউ কিছু করুক।’’ ইউএনও সাহেবও বিষয়টি জানেন।’
বোয়ালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম জানান, গত ৮ সেপ্টেম্বর দপ্তরি মো. মফিজ উদ্দিন স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে যান। এ সময় তিনি দেখেন বোয়ালী উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে পুরোনো দুটি জাম গাছ করাত ও কুঠার দিয়ে কেটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরে বিষয়টি আমাকে ফোনে অবগত করেন। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গণি ভূঁইয়াকে ফোন দিলে তিনি গাছ কাটার বিষয়টি জানেন বলে জানান।
বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিপন বলেন, ‘এই গাছ দুটি বোয়ালী উচ্চবিদ্যালয়ের। আমি এ বিষয়ে কোনো কিছু জানি না।’ গাছ কে বিক্রি করেছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘গাছ কাটার সময় আমি এলাকার বাইরে ছিলাম। এলাকায় এসে দেখি স মিলের মালিক শফিক গাছ দুটি নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন এসে দেখি বিদ্যালয় প্রতিষ্ঠার আগে রোপণ করা দুটি জামগাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। তবে বিষয়টি তিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তারকে অবগত করেছেন বলেও জানান।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তার বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জেনে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার স্যারকে জানানো হয়েছে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বিষয়টি মৌখিকভাবে জেনেছেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়মানুযায়ী উপজেলা কমিটির সভা ডেকে অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু বিদ্যালয়ের সভাপতি এসব করেননি।’
অভিযুক্ত আব্দুল গণি ভূঁইয়া বলেন, ‘আমি বিদ্যালয়ের সভাপতি। আমি কার কাছে থেকে অনুমতি নেব? বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বরাদ্দ হয়েছে, তাই কেটে ফেলেছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫