Ajker Patrika

আরও ৩৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, গাজীপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৩
Thumbnail image

গাজীপুর জেলায় ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২০৩ জনে।

অন্যদিকে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০২ জনের। তাদের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৭ জনের। নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৩ জনের।

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, নতুন করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে (মহানগরীসহ) রয়েছে ২৬, কালীগঞ্জের ১, কাপাসিয়ার ৩, শ্রীপুরের ২ ও কালিয়াকৈরে ১ জন রয়েছেন।

সূত্র আরও জানায়, জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫১৯ জন। এ ছাড়া জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৫০ জনের। তাঁদের মধ্যে জেলা মোট করোনা আক্রান্তদের সংখ্যা ২৪ হাজার ২০৩ জনের।

জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে গাজীপুর সদর উপজেলায় (গাজীপুর মহানগরীসহ)। এখানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৮৬ জন। শ্রীপুর উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ হাজার ১৫৫ জন। কালিয়াকৈর উপজেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা হলো ২ হাজার ৩০০ জন। কাপাসিয়া উপজেলায় ২ হাজার ৪০৪ জন এবং কালীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত