জীবন যাঁর হাতের মুঠোয়
শারীরিক প্রতিবন্ধী মানুষেরা কি সাংবাদিক হতে পারেন? কিংবা ঠিকাদার? শুধু সাংবাদিক বা ঠিকাদার কেন, অনেক কিছুই হতে পারেন তাঁরা। কিন্তু এর জন্য যে দুস্তর পারাবার পাড়ি দিতে হয়, তার খোঁজ কি আমরা জানি? মজিবরের গল্প সেই বন্ধুর পথ পাড়ি দেওয়ার।