Ajker Patrika

পলাশবাড়ীতে রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবককে ধরে পুলিশে দিল স্থানীয়রা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮: ০১
পলাশবাড়ীতে রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবককে ধরে পুলিশে দিল স্থানীয়রা

গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে আটক হন আহসান (৩০) নামের এক যুবক। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী কালীমন্দিরে এ ঘটনা ঘটে। আহসান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল গভীর রাতে দুই যুবক মন্দিরে প্রবেশ করেন। এরপর তাঁরা প্রতিমা ভাঙচুর করতে থাকেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসে। এ সময় আহসান নামের এক যুবককে আটক করা গেলেও অপরজন পালিয়ে যান। পরে হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ আহসানকে হেফাজতে নিয়ে যায়।

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাঙচুর হওয়া কালীমন্দিরহরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান, পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আটক আহসানকে রাত থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তিনি প্রতিমা ভাঙচুর করেছেন সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি পলাতক অপর যুবককেও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত