লাইসেন্সের দ্বিগুণ ইজিবাইক
গাইবান্ধা পৌর শহরে বেড়েছে যানজট। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইকের নিয়ন্ত্রণহীন চলাচল ও চার লেন প্রকল্পের ধীরগতির কারণে শহরের ডিবি রোড, কাচারি বাজার, পুরোনো জেলাখানা মোড়, ব্রিজ রোড ও ২ নম্বর রেলগেট এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।